বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর, ২০২৩ | ৬ আশ্বিন, ১৪৩০

কুলাউড়া পৌর ও উপজেলা শ্রমিকলীগের কমিটি অনুমোদন

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৪ মার্চ ২০১৮ | প্রিন্ট  

কুলাউড়া পৌর ও উপজেলা শ্রমিকলীগের কমিটি অনুমোদন

কুলাউড়া পৌর ও উপজেলা শ্রমিকলীগের কমিটি অনুমোদন করেছে মৌলভীবাজার জেলা শ্রমিক লীগ। এতে উপজেলা শ্রমিকলীগের কমিটিতে আতাউর রহমান চৌধুরী ছোহেলকে আহবায়ক ও আহবাব হোসেন রাসেলকে সদস্য সচিব এবং পৌর শ্রমিকলীগের কমিটিতে রাজুম আলী রাজুকে আহবায়ক ও মো. আনোয়ার আলমকে সদস্য সচিব করে কমিটি ঘোষনা করা হয়েছে।

শুক্রবার (২ মার্চ) রাতে জেলা কমিটির আহবায়ক আহাদ হোসেন মককু ও সদস্য সচিব মো. জাকারিয়া আহমদ এই কমিটিগুলোতে স্বাক্ষর প্রদান করেন। পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশ করা হয়।


উপজেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিব ছাড়াও অন্যরা হলেন, যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম টিটু, হুমায়ুন কবির পাটওয়ারী, আব্দুর রহিম, সোহেল আহমদ, সালেহ আহমদ, রায়েল খাঁন, শফি চৌধুরী পলিট, লিয়াকত আলী মছু, সত্য নাইড়–, নাদির আহমদ, সৈয়দ কামাল উদ্দিন, আরাফাত হোসেন ফরহাদ, ময়নুল ইসলাম মামুন, সদস্যরা হলেন সামছুল হক, ফারুক মিয়া, হোসেন আহমদ, টিটু মিয়া, শাকিল আহমদ, আবুল মাল, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম, অমল মল্লিক, রবিউল আলম রনি, বেলায়েত হোসেন লাল, আবু জাফর লিটন, নোমান হোসেন, পাপ্পু দেব, রাহেল আহমদ, দোলোয়ার হোসেন দেলু, আজিম উদ্দিন, মিজান আহমদ, হারুন মিয়া, মজর আলী, সাপু আহমদ।

পৌর কমিটিতে আহবায়ক ও সদস্য সচিব ছাড়াও অন্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, মো. ময়ুবুর রহমান ময়ুব, আব্দুল ওয়াহিদ, মোস্তাকিম আহমদ মোস্তাক, ইসলাম উদ্দিন, শিমুল আহমদ, শুফকুর রহমান জাহাঙ্গির, কবির উদ্দিন বাবু, ইমরান হোসেন জুয়েল, কয়ছর আহমদ, রিংক্যু বৈদ্য শাহরিয়ার আলম শিপলু, সদস্যরা হলেন আজম আলী, জুয়েল আহমদ, আতিকুর রহমান, মঞ্জুরুল আজিজ চৌধুরী মঞ্জু, ডা. সামাদুর রহমান, গোপাল নাইড়ু, আলী হায়দার সোহেল, রুবেল আহমদ, রিংকু ধর, মুজিব সরকার, মনিকা হংলা, নেহার বেগম, সঞ্জু গোস্বামী, আব্দুল আহাদ, ফয়জুর রহমান ফয়েজ, আল আমিন খাঁন, সাইফুল ইসলাম, মতিউর রহমান মতি, খালেদুর রহমান জুবের, মো. আলাউদ্দিন, দুলাল আহমদ, সোহেল আহমদ, দেবকী প্রসাদ ভট্টাচার্য, জাবেদ মিয়া, আকমল হোসেন, জগন্নাথ রবি দাস, মখলিছ মিয়া, ডেনিস এন্ড্যোয়ার এ্যান্ডো, খোকা নায়েক, মো. কাইয়ুম, মানিক ভর।


Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ১২:২৫ অপরাহ্ণ | রবিবার, ০৪ মার্চ ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত