
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০৯ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সাংসদের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইনকে কুলাউড়া পৌর সভায় এক সম্মানানা স্মারক দেয়া হয়েছে।
(৭ অক্টোবর) রোববার রাতে জুড়ী উপজেলার নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে কুলাউড়া পৌরসভায় যাত্রা বিরতীতে তাকে এই সম্মাননা দেয়া হয়।
কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্জ শফি আলম ইউনুছ এস এম জাকির হোসাইন এর হাতে এ সম্মননা স্মারক তুলে দেন। এসম উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি সিদ্দিকুর রহমান ফজলে নুর, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সাধারন সম্পাদক মাহবুব রহমান মান্না, উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মনি, বঙ্গ বন্ধু সৈনিক লীগের সাধারন সম্পাদক উজ্জল আহমেদ, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার বকস, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কুলাউড়া শাখার সাধারন সম্পাদক খয়রুল আলম, পৌর ছাত্রলীগ নেতা সমাদসহ আরও অনেকে।
সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্যকালে এস এম জাকির হোসাইন বলেন, দেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। এর জন্য মূখ্য ভূমিকা পালন করতে হবে ছাত্রলীগকে। পরিশেষে তিনি সবাইকে এক সাথে আগামী নির্বাচনে কাজ করার আহব্বান জানিয়ে উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করে বিদায় নেন।
Posted ২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ অক্টোবর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.