
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও উপজেলা শ্রমিকলীগের সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
(১৮ ডিসেম্বর) শুক্রবার রাত ৮টায় আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় কুলাউড়া পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সিপার উদ্দিন আহমদের নাম ঘোষণা করা হয়। এছাড়াও পৌর নির্বাচনে নৌকার দাবিদার ছিলেন কুলাউড়া পৌরসভার বর্তমান মেয়র, আওয়ামীলীগ নেতা শফি আলম ইউনুছ ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সদস্য শফিউল আলম শফি।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে কুলাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ২২ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ৩০ ডিসেম্বর।
Posted ৬:৪২ অপরাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.