
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
কুলাউড়া দারুচ্ছুন্নাহ ক্যাডেট মাদরাসা উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,ইবতেদায়ী ও জেডিসি পরিক্ষার বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা,পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
(৮ এপ্রিল) রবিবার সকালে মাদরাসার হলরুমে আলোচনা সভায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও মাওলানা মহিউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গিয়াসনগর ইসলামিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ মাও. তৈয়বুর রহমান, মাদরাসার অধ্যক্ষ খন্দকার অজিউর রহমান আসাদ, মাদরাসা পরিচালনা কমিটির সহ সভাপতি খন্দকার লুৎফুর রহমান, সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, উপজেলা আল-ইসলাহের সহ সাধারণ সম্পাদক কাজী মাও. জাকির হোসেন, প্রবাসী কমিউনিটি নেতা সিদ্দিকুর রহমান, উপজেলা তালামীযের সভাপতি মোঃ শাহজাহান আলম, পৌর তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ আবুল কালাম, মাদরাসা পরিচালনা কমিটির সহ সভাপতি খন্দকার আব্দুস সালাম, খন্দকার আব্দুল কাদির, সহ সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মালিক, আব্দুল ওয়াহীদ, শিক্ষক মাওলানা আবুল হোসেন, খন্দকার মাহবুবুর রহমান, মাওলানা সিকন্দর আলী, রোম্মান আহমদ, ইমরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র খন্দকার ইমন আহমদ।
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.