
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়া থানায় নতুন ওসি (তদন্ত) পদে যোগদান করেছেন জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।
(৮ নভেম্বর) রোববার তিনি কুলাউড়ায় থানায় যোগদান করেন।
জানা যায়, ঢাকা বিভাগের গাজীপুর জেলার বাসিন্দা ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ২০০৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স মাষ্টার্স সম্পন্ন করে ২০১০ সালে এসআই পদে পুলিশে যোগদান করে ডিএমপি ও র্যাব হেডকোয়ার্টারে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৮ সালে সিলেট রেঞ্জে বদলী হয়ে পদোন্নতি পেয়ে জুড়ী থানার ওসি (তদন্ত) পদে যোগদান করেন। সেখানে দায়িত্বরত অবস্থায় তাকে কুলাউড়া থানায় ওসি (তদন্ত) পদে পদায়ন করা হয়। চাকুরী জীবনে তিনিও দায়িত্বপালনে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ২০১৯ সালে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে অ্যাওয়ার্ড লাভ করেছেন।
অর্পিত দায়িত্ব পালনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
Posted ৭:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.