স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৭ মার্চ ২০১৯ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম মুসাকে প্রত্যাহার করা হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি)’র নির্দেশে তাকে পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) প্রধান কার্যালয়ে প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে ওই থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীকে ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
আসন্ন কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের দু’দিন আগে (১৬ মার্চ) তাকে প্রত্যাহারের নির্দেশ প্রদান করা হয়।
জানা যায়, ৭ মার্চ প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ করেন কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। এছাড়াও বেশ কয়েকজন ভাইস চেয়ারম্যান প্রার্থীও ওসির বদলি চেয়ে লিখিত অভিযোগ করেন। মূলত এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশে কুলাউড়া থানার ওসি শামীম মূসাকে প্রত্যাহার করা হয়েছে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, নির্বাচন কমিশন(ইসি)’র নির্দেশে কুলাউড়া থানার ওসিকে ঢাকা সিআডিতে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য,২০১৭ সালের জুলাই মাসের ৭ তারিখে কুলাউড়া থানায় যোগদান করেন ওসি মূসা। এর আগে তিনি হবিগঞ্জ জেলার লাখাই থানায় দায়িত্ব পালন করেন।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১৭ মার্চ ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.