
জসীম চৌধুরী,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকার প্রায় ২ কিলোমিটার রাস্তার বেহাল দশা।
টানা বৃষ্টির কারণে প্রায় আট মাস থেকে এ এলাকার সাধারণ লোকজন এ রাস্তা দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছোন।
সরজমিনে দেখাযায়, টিলাগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লংলা ক্লাব হইতে লংলা খাস এলাকা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। প্রায় ৫হাজার জনসাধারণের বসবাস এ এলাকায়, পাশাপাশি ২টি ভূমিহীন আবাসন প্রকল্পের শতাদিক পরিবারের লোকজন সহ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থীরা প্রতিদিন এ রাস্তায় যাতায়াত করে। বর্ষার শুরু থেকেই এ অঞ্চলের জনসাধারণরা কাঁদা মাড়িয়ে রাস্তায় চলাচল করে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে তারা।
এলাকার বাসিন্দা বেলাল আহমদ, আব্দুল মজিদ, মখলিছ মিয়া, নেওয়ার আলী জানান, শহর থেকে পাহাড়ি অধ্যষুতি এলাকা হওয়ায় তাদের দুর্ভোগের কথা কেউ শুনে না। শুধু ভোট আসলে জনপ্রতিনিধিরা এসে প্রতিশ্রুতির বাণী শুনিয়ে যান, কিন্তু বিজয়ী হওয়ার পর কেউ কোনো খবর রাখেনা আমাদের ওই সকল দুর্ভোগের।
এলাকার বাসিন্দা ১০ম শ্রেণির শিক্ষার্থী মাহবুবা আক্তার মনি জানায়, অনেক কষ্টে বৃষ্টির মধ্যে রাস্তার কাঁদা মাড়িয়ে স্কুলে যাওয়া-আসা করতে হয়।
প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী মুহাইমিন শুভ জানায়, রাস্তা কাঁদা যুক্ত হওয়ার ফলে বিদ্যালয়ে যাওয়া-আসার সময় আমাদের বিদ্যালয়ের নিদির্ষ্ট ড্রেস নষ্ট হয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য হিরামন রবি দাস এলাকাবাসীর দুর্ভোগের সত্যত্যা স্বীকার করে জানান, রাস্তাটি ইট সলিং এর জন্য উপজেলায় স্কিম পাঠানো হয়েছে।
এলাকাবাসীর জোর দাবি অবিলম্বে এ রাস্তাটি পাঁকা কারণের মাধ্যমে এলাকার মানুষের জন-দূর্ভোগ লাগব করা হউক।
সংবাদমেইল/জেসি
Posted ৮:৪১ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.