
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০২ নভেম্বর ২০১৯ | প্রিন্ট
শনিবার থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষায় কুলাউড়া উপজেলায় ৩টি পরীক্ষা কেন্দ্রে মোট ৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। মোট পরীক্ষার্থী ৫৫৯৪ জন এরমধ্যে উপস্থিত ৫৫৪০ জন।
কুলাউড়া নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মো. আমির হোসেন জানান, এই মোট পরীক্ষার্থী ২৫৩৯ জন। এরমধ্যে উপস্থিত ২৫৩৪ জন এবং অনুপস্থিত ০৫ জন।
আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ মো. আব্দুল কাদির জানান, এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২২৭৭ জন। এরমধ্যে উপস্থিত ২২৩৮ জন এবং অনুপস্থিত ৩৯ জন।
জালালাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মো. মুজাহিদুল ইসলাম জানান, এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৭৮ জন। এরমধ্যে উপস্থিত ৭৬৮ এবং অনুপস্থিত ১০ জন।
তবে ৩টি কেন্দ্রে কোন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হওয়ার খবর পাওয়া যায়নি।
Posted ৫:২০ অপরাহ্ণ | শনিবার, ০২ নভেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.