
কুলাউড়া সংবাদদাতা :: | সোমবার, ৩১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার ৩ নং ভাটেরা ইউনিয়নের নব নিযুক্ত নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ আজাদকে কুলাউড়া কাজী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
(২৯ অক্টোবর) শনিবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুলাউড়া কাজী সমিতির সহ-সভাপতি কাজী মাওলানা জুনাইদ আহমদ বেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ মির্জা লোকমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কাজী সমিতির সহ-সভাপতি কুলাউড়া উপজেলা পরিষদের ভইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ ও মৌলভীবাজার জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কুলাউড়া কাজী সমিতির সভাপতি মাওলানা কাজী খন্দকার ফখরুল ইসলাম।
কুলাউড়া কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মখলিছুর রহমানের পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন সদর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা আঃ ছামাদ কায়েছ।
এ সময় উপস্থিত ছিলেন, রাউতগাওঁ ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী, কুলাউড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা জাকির হোসেন, তালামিযে ইসলামিয়ার নেতা কাওছার আহমদ, ফখরুল আমিন প্রমূখ।
সভা শেষে কুলাউড়া কাজী সমিতির সাবেক সভাপতি মরহুম কাজী মাওলানা সাতির খান (রহঃ) রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী।
Posted ৪:০৪ অপরাহ্ণ | সোমবার, ৩১ অক্টোবর ২০২২
সংবাদমেইল | Nazmul Islam
.
.