
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা কাজী সমিতির বর্তমান কমিটি বিলুপ্ত করে করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
(৮ ডিসেম্বর) মঙ্গলবার বিকালে সংগঠনের কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটি মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলামকে আহ্বায়ক, কাজী মাওলানা জুনাইদ আহমদকে যুগ্ম আহ্বায়ক,কাজী মাওলানা মখলিছুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী,কাজী মাওলানা রফিকুল ইসলাম সিতারকে সদস্য করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, কাজী মাওলানা জাকির হোসেন, কাজী মাওলানা মঈন উদ্দিন, কাজী মাওলানা মনসুর আহমদ এবং কাজী মাওলানা আব্দুছ সামাদ কায়েছ এর পক্ষে ক্বারী আব্দুল লতিফ।
Posted ৬:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.