কুলাউড়া প্রতিনিধি: | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিকের সমর্থনে এক বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় স্থানীয় টাট্টিউলি গ্রামে কর্মধা ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত সভায় ইয়াং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মোর্শেদ আলমের সঞ্চালনায় ও সমাজ সেবক ইউসুফ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা এম এ রহমান আতিক।
প্রধান অতিথির বক্তব্যে এম এ রহমান আতিক বলেন, সম্মানিত ইউনিয়নবাসীর মূল্যবান ভোটে আপনারা আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। কর্মধা ইউনিয়নে আমার সময়কালে রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন বিষয়ে যা উন্নয়ন হয়েছে তাতে আমার কোন একক অবদান নেই। অবদান রয়েছে শুধুই একজনের যিনি হলেন বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার। আমি আশাবাদী আগামী আসন্ন ইউনিয়ন নির্বাচনে দল থেকে নৌকা প্রতিক উপহার পাবো। গত বারের মত এবারও আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে ইউনিয়নের অসমাপ্ত সকড় উন্নয়ন কাজ বাস্তবায়ন করবো বলে প্রতিশ্রুতি দিচ্ছি । এতে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্য দেন কর্মধা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিরেন সিনহা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সানু মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলাম সাহেদ, ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাজ্ঞীর আলম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুল কাসেম রুবেল, লোকমান আহমদ, আদিবাসী ফোরামের পরিচালক শ্রী পুরন উরাং অরুন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামিলীগের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ।
এম এ রহমান আতিক গত ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে কর্মধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।
Posted ১২:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.