
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৮ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মনসুরপুর গ্রামের মৃত কুরফান আলীর পুত্র কিডনী রোগী মোঃ সুফিয়ানের চিকিৎসার জন্য নগদ ১৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
(৮ অক্টোবর) সোমবার সন্ধ্যায় কুলাউড়া বশির প্লাজায় রোগীর পক্ষ থেকে অনুদানের টাকা গ্রহন করেন প্রভাষক মোঃ গোলাপ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, নন্দন সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান মান্না, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ও মৌলভীবাজার জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী মোঃ জহিরুল ইসলাম,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংকৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী মোস্তাক আহমদ, সমাজকর্মী আবুল কাশেম সোহেল সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার কম্পিউটার ইনচার্জ বিকাশ মল্লিক প্রমুখ।
Posted ৮:০৮ অপরাহ্ণ | সোমবার, ০৮ অক্টোবর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.