
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
কুলাউড়ায় ক্রিকেটার সুহেল আহমদের দুটি কিডনী নষ্ট হয়ে যাওয়ায় তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।
৩১ ডিসেম্বর শনিবার বিকালে সদর ইউনিয়নের গাজীপুর গ্রামে তার বাড়িতে গিয়ে এ অনুদানের চেক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও দৈনিক উত্তরপূর্বের সম্পাদক ও প্রকাশক শফিউল আলম নাদেল, মৌলভীবাজার জেলা পরিষদের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য সেলিম আহমদ, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান, গাজীপুর চা-বাগানের ব্যবস্থাপক কাজল মাহমুদ, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রচার সম্পাদক সৈয়দ ফয়জুর ইসলাম, ওয়েলফেয়ার এসোসিয়েশন অন্যতম সদস্য মোহিতুল ইসলাম রাজু, সাপ্তাহিক কুলাউড়ার ডাকের বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, কুলাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, ব্যবসায়ী আতিকুর রহমান আখই,জাতীয় সাপ্তাহিক অর্থকালের মৌলভীবাজার ব্যুরো চীফ মাহফুজ শাকিল, কুলাউড়া সদর ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু, কাদিপুর ইউপি সদস্য সাজু আহমদ, ছাত্রলীগ নেতা তায়েফুর রহমান তায়েফ প্রমুখ।
এসময় কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি রেজাউল হায়দার রাজু, সাধারন সম্পাদক নজরুল ইসলাম খান, কোষাধক্ষ্য অলিউর রহমান চৌধুরী ফাহিম টেলি কনফারেন্সের মাধ্যমে সুহেল আহমদ এর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার আশু রোগমুক্তি কামনা করেন।
সংবাদমেইল২৪.কম/এমএ/এনএস
Posted ১:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০২ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.