
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা যুবলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর খুনি মোস্তাকদের আত্মারা ষড়যন্ত্রে লিপ্ত। এরা বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হয় নাই। বিভিন্ন সময় বঙ্গবন্ধু কন্যা,জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে এরা। তাই এসব ষড়যন্ত্র কারীদের হাত থেকে নেত্রী ও দলকে বাঁচাতে হলে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ হতে হবে।’
বক্তারা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী দিনে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে।
শোকসভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মনি, গীতা পাঠ করেন যুবলীগ নেতা ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য
(১৯ আগষ্ট) সোমবার সন্ধ্যায় কুলাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুস সহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃআব্দুল মতিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু,সহ সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ,প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, বিশেষ বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর, জেলা যুবলীগের সহ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম,শ্রমীকলীগ নেতা অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বাংলাদেশ আ,লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক মাহবুব মোর্শেদ খছরু,কুলাউড়া পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি।
শোকসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু, দফতর সম্পাদক অধ্যাপক জয়নাল আবেদীন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদির, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম,সাধারণ সম্পাদক বাবু গৌরা দে, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক সাঈদ খান শাওন, সাবেক ছাত্রলীগ নেতা জীবন রহমানসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি- সম্পাদক ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শোকসভার শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর স্বপরিবারের আত্মার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে মিলাদ মাহফিল ও দোয়া শেষে শিরনী বিতরণে করা হয়
Posted ৬:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.