
| বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০ | প্রিন্ট
কুলাউড়ার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ জনসমাগম এড়িয়ে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও দিনমজুর মানুষের খোঁজখবর নেয়ার পাশাপাশি খাদ্যসামগ্রী বিতরণ করেন।
গত (৩১ মার্চ) মঙ্গলবার উপজেলার কাদিপুর ইউনিয়নে খাদ্যসামগ্রীর মধ্যে তিনি চাল, আলু, পেঁয়াজ তেল কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দরা।
ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এই সংকটময় পরিস্থিতিতে সবাইকে সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষের সাহায্যে সকল বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।
Posted ৫:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.