
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে কুলাউড়া উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
(০৫ নভেম্বর) বিকেলে নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সমাপনী খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি তাহসিনা বেগমের সভাপতিত্বে ও এহসান আহমদ টিপুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন,জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ মোঃ শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথি ছিলেন,সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন,কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, সহকারী পুলিশ সুপার কুলাউড়া সার্কেল জুনাইদ আলম সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম,কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দোহা পিপিএম,কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য সজল,কাদিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম,পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান,ভাটেরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি মইনুল ইসলাম শামীম,পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম,পৌর কাউন্সিলার ইকবাল আহমদ শামীম,ইউপি সদস্য মাসুদ রানা আব্বাস। এছাড়াও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সিপার উদ্দিন আহমদ।
উল্লেখ্য,সমাপনী খেলায় পৃথিমপাশা ইউনিয়নকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়ে অতিথিদের কাছ থেকে চ্যাম্পিয়ান ট্রপি গ্রহন করে কাদিপুর ইউনিয়ন পরিষদ।
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ৬:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.