
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।
কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একে সফি আহমদ সলমান প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রনে সংযুক্ত আরব আমিরাত সফরে যান।
(২৫ নভেম্বর) সোমবার বিকালে দেশ ত্যাগ করেন। ওইদিন সকালে উপজেলা পরিষদে ফজলুল হক খান সাহেদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।
উল্লেখ্য,মাওলানা ফজলুল হক খান সাহেদ ১৮ মার্চের উপজেলা পরিষদ নির্বাচনে ৩৫ হাজার ৭২৪ ভোট পেয়ে ২ বারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশ আনজুমানে আলইসলাহ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদকে দায়িত্ব পালন করছেন। তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে তিনি কুলাউড়ার সকল শ্রেণী পেশার মানুষের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
Posted ২:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.