
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৭ জুন ২০১৮ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের ৩ কোটি ৮৬ লক্ষ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
(৭ জুন) বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বী এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতের আয় ১ কোটি ৮৫ লাখ টাকা ও উন্নয়ন খাতের আয় ২ কোটি ১ লাখ টাকাসহ ৩ কোটি ৮৬ লাখ টাকা। ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ১ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৮শত টাকা ও উন্নয়ন খাতে ২ কোটি ১লাখ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২০ লাখ টাকা।
বাজেট শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন কুলাউড়া থানার ওসি মো. শামীম মুসা, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদি উর রহিম জাদিদ, টিলাগাঁও ইউপির চেয়ারম্যান আব্দুল মালিক, পৃথিমপাশা ইউপির চেয়ারম্যান নবাব আলী বাকর খান, কর্মধা ইউপির চেয়ারম্যান এম এ রহমান আতিক, উপজেলা প্রসাশনের বিভিন্ন কর্মকর্তা, সংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।
Posted ৬:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ জুন ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.