
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৩ মে ২০১৮ | প্রিন্ট
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তির্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে।
( ১২ মে) শনিবার বিকেলে কুলাউড়া পালকী কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা তালামীযের সভাপতি আশরাফুল ইসলাম আবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজুর পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন খলিফায়ে ফুলতলী আলহাজ্ব হাফিজ মহসিন খান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের সহকারী অধ্যাপক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি ছিলেন খলিফায়ে ফুলতলী সরফরাজ আলী পাখি মিয়া, তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ,কুলাউড়া পৌর আল ইসলাহ সভাপতি কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন,সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, আল ইসলাহ কাতার মহানগর শাখার সভাপতি এহসানুল মাহমুদ নাজিম, তালামীযের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ,সদস্য নিলুর রহমান,মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক শেখ কাদের আল হাসান,সিলেট এমসি কলেজ তালামীযের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল,মৌলভীবাজার জেলা তালামীযের তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহজান আলম,সদস্য আব্দুস শুকুর ছরকুম, সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সদস্য এম এ কাইয়ুম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আল-ইসলাহ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মখলিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এবাদুর রহমান, পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক জাহেদ বখস্ টিপু,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিব আল হাসানী,সাংগঠনিক সম্পাদক ফখর উদ্দিন পংকি, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসুদ করিম, টিলাগাও ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মশাহিদ আলী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সহ সভাপতি সৈয়দ হাবিবুন্নুর,যুগ্ন সাধারণ সম্পাদক পারভেজ সিদ্দিক,সহ সাংগঠনিক শাহাব উদ্দিন,আল-আমিন,প্রচার সম্পাদক ইমরান আহমদ,অফিস সম্পাদক আশরাফ হোসেন শুভ,পৌর তালামীযের সভাপতি আব্দুল মুবিন,সাধারণ সম্পাদক আবুল কালাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আল ইসলাহ ও তালামীযের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্টান শেষে ২০১৮ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তির্ণ ৩ শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দরা।
Posted ১২:১১ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ মে ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.