
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা ছাত্রদলের সকল সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
(০৪ ডিসেম্বর) রবিবার দুপুর ১২ টায় জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়।
মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন (উজ্জল) ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র কুলাউড়া উপজেলা ছাত্রদলের সকল কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হলো।
মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন (উজ্জল) সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সংবাদমেইকে প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন,রবিবার দুপুরে উপজেলা কমিটি বিলুপ্তির পর হাজিপুর ইউনিয়নসহ যেসব ইউনিয়ন কমিঠি গঠন করা হয়ে থাকে তা অবৈধ। কমিঠি স্থগিত ঘোষনার পর বর্তমান কমিঠি আর কোন কার্যক্রম করতে পারবেনা। করলে তা অবৈধ।
সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস
Posted ৫:৫৪ অপরাহ্ণ | সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.