
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০১ মে ২০১৯ | প্রিন্ট
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম সফি আহমদ সলমান কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে।
(৩০ এপ্রিল) মঙ্গলবার দুপুরে বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সুহেল আহমদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত ব্যক্তি কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সাংবাদিক খালেদ পারভেজ বখ্স, বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মইনুল ইসলাম শামীম।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হান্নান, জামাল মিয়া, এ এফ সৈয়দ জাফর ইমাম গোবিন্দ চন্দ্র দে, মানবজমিনের কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, সাপ্তাহিক কুলাউড়ার ডাকের স্টাফ রিপোর্টার রাসেল আহমদ প্রমূখ।
Posted ৩:৩৪ অপরাহ্ণ | বুধবার, ০১ মে ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.