
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৩ জুন ২০১৮ | প্রিন্ট
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে টিলাগাও ইউনিয়নে প্রায় ৩ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
(২৩ জুন) শনিবার বিকালে টিলাগাও নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব,ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ও হাইকোর্ট মাজার মসজিদের খতিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী,উপজেলা আল ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা আল ইসলাহ’র সাধারন সম্পাদক মাওলানা ফজলুল হক খান সাহেদ, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক হাফিজ আলাউর রহমান টিপু,
পুরশাই হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আনসার উদ্দিন, উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা আবু আইয়ূব আনসারী, মাওলানা মখলিছুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী মাওলঅনা এহসানুল মাহবুব জাকির, কাজী মাওলানা মখলিছুর রহমান, কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক হাফিজ শামছুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শওকতুল ইসলাম, মাওলানা ইছমাইল হোসেন খান, মাওলানা এবাদুর রহমান, জেলা তালামীযের সাধারন সম্পাদক কাদির আল হাসান, সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমদ, টিলাগাও ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি মাওলানা ইয়াছিন আলী, সাধারন সম্পাদক মাওলানা মশাহিদ আলী, পৃথিমপাশা ইউনিয়নের সভাপতি ফরিদ আহমদ, ব্রাক্ষণবাজার ইউনিয়নের সাবেক সভাপতি মশহুদ করিম, সাধারন সম্পাদক মাওলানা শাহিদ খান, উপজেলা তালামীযের সাধারন সম্পাদক আফজাল হোসেন সাজু, পৌর তালামীযের সভাপতি আব্দুল মোবিন, উপজেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম খান মিতুল, আল আমিন, আল ইসলাহ নেতা সবুজ উদ্দিন, রুবেল আহমদ, তালামীয নেতা সৈয়দ মুজাহিদ আলী, জীবন আহমদ, এমরান আহমদ, আবুল হোসেন রিজন, কাদিপুর তালামীযের সভাপতি আশরাফ হোসেন শুভসহ জেলা,উপজেলা,ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ৩ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন করা হয়।
Posted ১০:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৩ জুন ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.