
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৫ আগস্ট ২০১৮ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
শোক র্যালী, জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃর্তিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা আওযামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদিরের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনি এমপি।
বিশেস অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, যুগ্ম সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল, উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, সিলেট স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. রোকন উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি গৌরা দে, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদরসহ যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসঙ্গঠনের নেতৃবৃন্দ।
Posted ১০:০০ অপরাহ্ণ | বুধবার, ১৫ আগস্ট ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.