
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তাহমিনা আক্তার।
গত (২০ নভেম্বর) বুধবার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। তিনি কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
উল্লেখ্য,তাহমিনা আক্তার ২০১০ সালে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশা শুরু করেন। তিনি শিক্ষকতা পেশায় যোগদানের পর থেকে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন ।
তাহমিনা আক্তার উপজেলার কাদিপুর ইউনিয়নের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক উপ-সহকারী পরিচালক মরহুম আবু বক্কর সিদ্দিকির মেয়ে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জননী।
তিনি এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে ও পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
Posted ৮:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.