
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের মৌলভীবাজার জেলা শাখা।
(১০ জানুয়ারি) মঙ্গলবার রাতে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদমেইলকে এ তথ্য নিশ্চিত করে।
প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে নিয়াজুল তায়েফকে সভাপতি এবং সায়হাম রুমেলকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কুলাউড়া উপজেলা কমিটি ঘোষণা করে। এদের মধ্যে সহ-সভাপতি তুহিনুর রহমান ইয়াকুব,আবু সালেহ কামরুল, খায়রুল আলম মিটু, নাহিদুল ইসলাম সুয়েব, যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন লিটন, রাহিদুজ্জামন রাজু, সুদীপ্ত চৌধুরী সত্যম।
অপর দিকে পৌর ছাত্রলীগের নতুন কমিটিতে মো. হাবিবুর রহমান জনিকে সভাপতি এবং ইমন আহমদকে সাধারণ সম্পাদক করে মোট ৬ সদস্যের কমিটি ঘোষণা করেছে। এদের মধ্যে সহ সভাপতি রায়হান মোর্শেদ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, কামরুল হাসান লিজু।
এদিকে কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের শুধু সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করেছে। তাদের মধ্যে জাকারিয়া আল জেবুকে সভাপতি ও আনোয়ার হোসেন বখ্শকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে অন্যান্য পদের কোন সদস্যের নাম উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, মাত্র এক বছরের জন্য কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলে সংবাদমেইলকে জানিয়েছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি।
সংবাদমেইল২৪.কম/নাজমুল/শরীফ/এনএস
Posted ৫:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.