
কুলাউড়া সংবাদদাতা | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ | প্রিন্ট
কুলাউড়া কেন্দ্রীয় সমবায় সমিতর ব্যবস্থাাপনা কমিটির পরিচালক মনোনীত হয়েছেন মোঃ সাইফুর রহমান সিদ্দিকী।
রবিবার ইউসিসিএ লিমিেেটড এর মাসিক সভা চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত হয়।চেয়ানম্যান ফজলুলর হক ফজলুর সভাপতিত্বে ও প্ল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহার পরিচালনায় বক্তব্য রাখের ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মিন্টু দাশ,পরিচালক ছোওয়াব আলী,পরিচালক হারুন উর রশীদ, পরিচালক সৈয়দ সিদ্দিকুর রহমান,মহিলা পরিচালক মিনারা বেগম, মহিলা পরিচালক সপ্না বেগম।মাঠ পরিদর্শক শহিদুল ইসলাম।
সভায় সকলের আলোচনা সাপেক্ষে ভাটেরা ইউনিয়নের শাহমীর কৃষক সমবায় সমিতির সভাপতি সাবেক ছাত্রনেতা তরুণ সমবায়ী সাবেক ইউপি সদস্য মোঃ সাইফুর রহমান সিদ্দিকী কে আপোট এর মাধ্যামে ১ নং ব্লকের পরিচালক মনোনীত করা হয়।
উল্লেখ্য, এই ব্লকের নির্বাচিত পরিচালক ইন্তাজ আলীর মৃত্যুতে এই ব্লক শূন্য হয়।
Posted ১২:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.