
আশরাফুল ইসলাম জুয়েল,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী তফসিল গত ( ৩১ আগষ্ট) ঘোষণা করেছেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমাজসেবা অফিসার জামাল হোসেন।
আগামী ০১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিরতিহীন ভাবে পল্লী ভবনস্থ কুলাউড়া উপজেলা বিআরডিবির প্রশিক্ষন হলরুমে অনুষ্ঠিত হবে।
তারই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর হইতে, ৩রা সেপ্টেম্বর মনোনয়ন পত্র ক্ষয়, ৬সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিল, ৭সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাচাই ও বৈধ মনোনয়ন পত্র ও বাতিলকৃত মনোনয়ন পত্রের প্রাথমিক খসড়া তালিখা প্রকাশ, ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পযন্ত কোন প্রার্থীর মনোনয়ন পত্রের বিষয়ে আপত্তি কিংবা বাতিলকৃত প্রার্থীর আবেদন, ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর আপিল আবেদন পত্রের উপর শুনানি গহন ও সিদ্ধান্ত প্রধান, ২০ সেপ্টেম্বর বৈধও বাতিলকৃত চুড়ান্ত তালিকা প্রকাশ, ২৩ সেপ্টেম্বর প্রার্থীর পদ প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, একই তারিখে বৈধ প্রার্থীদের মধ্যে পতিক বরাদ্দ। ১ অক্টোবর ভোট গহন ও ফল প্রকাশ।
নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জামাল হোসেন, সদস্য উপজেলা পকল্প কর্মকর্তা মোহাম্মদ আলফাতুন চৌধুরী, জুনিয়র অফিসার মিন্টু দাস প্রমুখ,
Posted ৭:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.