
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১২ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
কুলাউড়া মাগুরাস্থ আনন্দ বিদ্যাপীঠের সেরা সাফল্য ২০১৬ সালের প্রাথমিক সমাপণী পরীক্ষা (পিএসসি) তে ৯ টি ট্যালেন্টপুলে ও ৫ টি সাধারণ বৃত্তিসহ মোট ১৪ টি প্রাথমিক বৃত্তি লাভ করেছে। শিক্ষার্থীদের এ সাফল্যে বিদ্যাপীঠের শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকরা আনন্দিত ও গর্বিত।
গতকাল (১১ এপ্রিল) মঙ্গলবার সারা দেশে পিএসসিতে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। পিএসসিতে এমন প্রসংশনিয় ফলাফল অর্জন করায় আজ (১২ এপ্রিল) বুধবার দুপুরে আনন্দ বিদ্যাপীঠে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বিদ্যাপীঠের অধ্যক্ষ মনতোষ রায়ের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ সুজিত দেবের পরিচালনায় পধান অতিথি ছিলেন বিদ্যাপীঠের পরিচালনা পর্ষদের সভাপতি ও কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌশ্য প্রদীপ ভট্টাচার্য্য সজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যাপীঠের পরিচালক আব্দুল মতিন, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদেও সদস্য মাহবুব করিম মিন্টু, ইয়াকুব তাজুল মহিলা বিশ^বিদ্যালয়ের প্রভাষক সত্যজিৎ ভট্টাচার্য্য স্বপন, নির্মাল্য মিত্র সুমন, নবীন চন্দু মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেলিম আহমদ, রাঙ্গিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশিল চন্দ্র দাশ, জ্যোতি বিকাশ দেব, সুমন দেব, চারুহাট চিত্রাংকন একাডেমির পরিচালক জিয়াউল হক জিয়াসহ শিক্ষক শিক্ষিকা, অভিভাবকসহ শিক্ষার্থীবৃন্দ।
বৃত্তি প্রাপ্তরা হলো (ট্যালেন্ট পুল) শ্রাবণ দাশ, তৌফিকুর রহমান মারজান, পল্লব দে,
তাওশিন তাবাসসুম অহনা, শুভ্রনীলা ভট্টাচার্য্য শ্রুতি, পুষ্পিতা ভট্টাচার্য্য হৃদি, মাইসা ইসলাম, তাহমিনা জান্নাত মিতু, মাহিয়া রহমান ওহী ও (সাধারণ বৃত্তি) মো. ইছমত হাসান ছামি, আসির আসেফ, ধ্রুবশুল্ক বৈদ্য, সানজিদা তাসফিয়া লিসা, মাইশা মাহমুদ ঐশি প্রমূখ।
উল্লেখ্য, আনন্দ বিদ্যাপীঠ থেকে ২০১৬ সালের প্রামিক সমাপণী পরীক্ষায় ২২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১০ টি জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছিলো। পাশাপাশি ১৪ টি বৃত্তি অর্জন করে।
সংবাদমেইল২৪.কম/এন আই/জে এইচ জেড
Posted ৭:৩১ অপরাহ্ণ | বুধবার, ১২ এপ্রিল ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.