
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১২ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন বিভাগের বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ দিন ব্যাপী কুটির শিল্প শ্রমিকদের বাঁশ-বেতের মোড়া, চালুনী, কুলা ইত্যাদি তৈরীর সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ শনিবার সকাল থেকে শুরু হয়েছে।
উপজেলা হর্টি কালচার সেন্টার হলরুমে আয়োজিত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার মোট ২০ জন প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণের সহায়তায় ছিলো স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টার ন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মতলিব, সহকারী উপজেলা কর্মকর্তা সৈয়দ আপেল মাহমুদ, প্রশিক্ষক আছমা আহমেদ সুমি, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন্দ্র মল্লিক রবি, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ প্রমুখ। ৬ দিন ব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণ আগামী ১৬ জানুয়ারী শেষ হবে।
Posted ৯:৫০ অপরাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.