
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
কুলাউড়া পৌরসভার আয়োজনে স্থানীয় ডাকবাংলো মাঠে ১২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ৫দিন ব্যাপী বিজয়মেলার উদ্বোধন করা হয়েছে। ১২ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধান অতিথি হিসেবে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার,উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ,সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান, অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, কেন্দ্রীয় জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, কমিউিনিস্ট পার্টির জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, জেলা জাসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, জাতীয় পার্টির নেতা মো. মবশ্বির আলী, ব্যবসায়ী কল্যাণ সমিরি সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই, স্বাগত বক্তব্য দেন পৌরসভার সচিব শরদিন্দু চৌধুরী।
Posted ৬:৩০ অপরাহ্ণ | সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
সংবাদমেইল | Nazmul Islam
.
.