কুলাউড়া সংবাদদাতা :: | রবিবার, ২৭ মার্চ ২০২২ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইলের উদ্যোগে ২৭ মার্চ রোববার হতদরিদ্র ৩৬০টি পরিবার পেলো নগদ আর্থিক সহায়তা। সহায়তা বিতরণ উপলক্ষে স্থানীয় নবাবগঞ্জ বাজারের পাশ্ববর্তী মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনিরের সভাপতিত্বে ও সংগঠনের বাংলাদেশ উপ-কমিটির প্রধান সমন্বয়ক মো. এনামুল ইসলামের পরিচালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু।
বিশেষ অতিথির বক্তব্যে দেন ওভারসিজ এসোসিয়েশন অব ভুকশিমইলের উপদেষ্টা কানাডা প্রবাসী প্রকৌশলী আব্দুল কাদির, এসোসিয়েশনের সভাপতি,আমেরিকা প্রবাসী হাবিবুর রহমান চিনু, সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী আব্দুল হক, সাবেক মেম্বার আব্দুর রফিক ও কুয়েত প্রবাসী এনাম হোসেন প্রমুখ।
সংগঠনটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৪০ জন করে ৩৬০ টি হতদরিদ্র পরিবারের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী ক্রয়ের জন্য এক হাজার টাকা করে ৩ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করেন। ২০২১ সালের ১৬ জুন সংগঠনটি প্রতিষ্ঠার পর করোনাকালে অক্সিজেন সিলিন্ডার, ৩ লাখ টাকার শীতবস্ত্র বিতরণ ও ৫৯টি মসজিদে আর্থিক অনুদান প্রদান করেন।
Posted ৫:১৫ অপরাহ্ণ | রবিবার, ২৭ মার্চ ২০২২
সংবাদমেইল | Nazmul Islam
.
.