
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
(০৪ অক্টোবর)বৃহস্পতিবার সকাল ৯ টায় কুলাউড়া নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন এমপি।
উদ্বোধনের পর এক বর্ন্যাঢ্য শোভাযাত্রা শহরের প্রদান সড়ক প্রদক্ষিন করে।
শোভাযাত্রায় আব্দুল মতিন এমপি, উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকসহ সরকারী কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
পরে সকাল ১০ টায় উন্নয়ন মেলার মাঠে প্রজেক্টারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ভাষন সরাসরি সম্প্রচার করা হয়।
প্রধানমন্ত্রীর ভাষন শেষে উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেণু, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মূসা,মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য আব্দুল মানিক,উপজেলা কৃষি অফিসার মোঃ জগলুল হায়দার, পৌর আ’লীগ সম্পাদক গৌরা দে, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক মইনুল ইসলাম শামীম পপ্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
Posted ৯:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.