
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কুলাউড়ায় ২ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয় রাস্তার উন্নয়ন কাজ ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন।
(১৪ জানুয়ারী) শনিবার সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আরএএন্ডএইচ-ক্লিভডন-জনকি জালাই রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও রামপাশা-রঙ্গিলকুল-জয়চন্ডী ইউপি অফিস রতœা বাজার, গিয়াসনগর-রঙ্গিরকুল-জয়চন্ডী ইউপি অফিস-দিলদারপুর,লামাগাঁও- কামারকান্দি,গিয়াসনগর (ঘাগটিয়া সঃ প্রাঃ বিদ্যালয়)-কামার কান্দিসহ ৪ টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে বিকেলে ঘাগটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জয়চন্ডী ইউনিয়ন আ.লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য হাজী বশির উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক,ইউপি সদস্য লোকমান মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আবুল হোসেন,উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা শরিফ মিয়া,জয়চন্ডী ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল মতলিব,৬ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি,ইউপি সদস্য মনু মিয়া,ইউপি সদস্য বিমল দাস,শংকর উরাং,আজমল আলী,রমজান আলী,৯ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৫:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.