
কুলাউড়া সংবাদদাতা :: | মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ | প্রিন্ট
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু
-সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় ১২ দিনের সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু।
পরিচালক প্রশাসন স্বাক্ষরিত এক পরিপত্র থেকে জানা যায়, মঙ্গলবার ( ০৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে সড়ক পথে কুলাউড়ায় আসবেন তিনি।
জানা যায়, ওইদিন বিকেল সাড়ে ৪টায় কুলাউড়া উপজেলা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর পিতা জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহধন্য, একুশে পদক (মরণোত্তর) প্রাপ্ত সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার এর কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিবেন তিনি।
পরদিন ১০ নভেম্বর বুধবার ১১ টায় নয়াবাজার কে সি স্কুল ও কলেজ শিক্ষক মন্ডলী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা এবং ক্রিড়া সামগ্রী বিতরণ এবং দুপুর ১ টায় কানিহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে দুপুর আড়াই টায় এম এ আহাদ কলেজ শিক্ষক মন্ডলী অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করবেন।
১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, ১৩ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ৫৯ জন ব্যক্তির মধ্যে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান (ক্যান্সার,কিডনী, লিভার সিরোসিস এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের),১৪ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১১ টায় নিজামিয়া বিশকুটি দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকমন্ডলী অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময়, ১৫ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টায় জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী স্কুল ব্যবস্থাপনা কমিটি অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ, ১৭ নভেম্বর বুধবার সকাল ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহধন্য সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল জব্বার এর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ফাতেহা পাঠ ও মোনাজাত এবং দুপুর ২ টায় সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম আব্দুল জব্বার এর ৭৬ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ ও ১৯ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় লালারচর হাফিজিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগদান করবেন তিনি ।
সফর শেষে ২০ নভেম্বর শনিবার বিকেলে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে কুলাউড়া ত্যাগের কথা রয়েছে তাঁর।
Posted ১২:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.