
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ | প্রিন্ট
কুলাউড়ায় মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারে মাঝে মানবিক সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে লতিফি হ্যান্ডস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার কাদিপুর ইউনিয়নের চাতলগাঁও গ্রামে ১০০ কর্মহীন পরিবারে পবিত্র রমজান মাসের উপহার হিসেবে ১২ পদের খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ১ কেজি ময়দা, ১ কেজি লবন ও ১টি সাবান, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট নুডুলস্, ২৫০ গ্রাম রসুন, ১ কেজি পেঁয়াজ।
প্রখ্যাত ওলীয়ে কামীল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলা ফুলতলীর উদ্যোগে আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত লতিফি হ্যান্ডস’র পক্ষ থেকে একদল তরুণ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
Posted ৫:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.