
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.ক | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁওয়ে প্রবাসী মামুন আলমের উদ্যোগে ও হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের অর্থায়নে কম্বল এবং স্কুল ব্যাগ, হুইল চেয়ার, সেলাই মেশিন ও ঢেউটিন প্রদান করা হয়েছে।
টিলাগাঁওয়ের মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুদান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম লুৎফুল হকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে সাখাওয়াত তৈয়বা মিতু এবং সহকারী শিক্ষক মো. ইফনুছ আলীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক।
বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আব্দুল মালিক ফজলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবী প্রসাদ ভট্টাচার্য, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল মোক্তাদির, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল আমিন চৌধুরী, হিউম্যান রিলিফ ফাউন্ডশনের সদস্য খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিরা হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের অর্থায়নে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র কম্বল এবং স্কুল ব্যাগ,এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন পাঁচ ব্যক্তিকে ১টি করে হুইল চেয়ার, অস্বচ্ছল ছয়জন মহিলাকে ১টি করে সেলাই মেশিন ও অসহায় ১২টি পরিবারের মধ্যে এক বান্ডেল করে ঢেউটিন প্রদান করেন।
এছাড়াও বিদ্যালয়ের অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন শিক্ষক আব্দুল জব্বার, মো. অলিকুল ইসলাম, কামাল হোসেন ও হিউম্যান রিলিফ ফাউন্ডশনের সদস্যরা।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১১:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.