
চীফ রিপোর্টার, সংবাদমেইল২৪ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট
কুলাউড়ায় হাতির আক্রমণে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত গণি মিয়া ওই হাতির মাহুত।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মেরিনা চা বাগানের ছন টিলা এলাকায় এঘটনা ঘটে। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করতে গেলে হাতিটি তাদেরকেও ধাওয়া করে। পরবর্তীতে দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
জানাযায়, কর্মধা ইউনিয়নের মনছড়া গ্রামের গণি মিয়া ওই হাতির মাহুত হিসেবে দীর্ঘ দিন থেকে দায়িত্বরত। দেড় দুই মাস থেকে তিনিসহ অন্যান্য মাহুতরা মিলে পাহাড়ে অবস্থানরত ওই হাতিটি কে বস করতে পারেননি।
শনিবার সকালে মেরিনা ছনটিলা এলাকায় হাতিটির অবস্থান নিশ্চিত হয়ে, তিনি তার ছেলে সাজুসহ আরো কয়েকজন লোককে নিয়ে হাতিটিকে ধরতে গেলে, তাদেরকে আক্রমণ করে। হাতিটির মালিক জুড়ী উপজেলার বাসিন্দা সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন মইজন ।
অন্যরা পালিয়ে প্রাণ বাঁচাতে পারলেও গণি মিয়ার শেষ রক্ষা হয়নি। হিং¯্র এ হাতিটি গণি মিয়ার বুক, ঘাড়, হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনাস্থলে তিনি মারা যান।
কুলাউড়া থানার ওসি শামীম মূসা জানান, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সংবাদমেইল/জেএইচজি
Posted ৬:৪৮ অপরাহ্ণ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.