
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
কুলাউড়া উপজেরার ব্রাহ্মণবাজার জালালাবাদ মিশন চৌমুহনিতে হাজী আহমদ উল্লাহ ট্রাস্টের আয়োজনে এবং কুলাউড়া চক্ষু হাসপাতালের ব্যাবস্থাপনায় দিন ব্যাপি চক্ষু শিবির সম্পন্ন হয়েছে ।
(৩০শে জানুয়ারি) সকাল ৯টা থেকে এলাকার শতাধিক গরীব রোগিদের ফ্রি চিকিৎসা প্রদান এবং জরুরী ব্যবস্থাপনা প্রদান করেন কুলাউড়া চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ মো বোরহান উদ্দিন ও ডাঃ ফারজানা আক্তার।
হাজী আহমদ উল্লাহ ট্রাস্টের সভাপতি হাজী আওলাদ আলীর তত্ত্বাবধানে আগত রোগিদের সেবা প্রদান করেন মেডিকেল এসিস্ট্যান্ট গোবিন্দদাস, পি, আর, ও মো শাহাবুদ্দিন, দূলর্ভ দাস,মবিন আহমদ, মহিবুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক মো মানজুরুল হক, ইউছুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মাসুদ করিম, সমাজসেবক হাজি মো কনর মিয়া, ইউপি সদস্য আব্দুল কাদির কাজল, মো. চুল্লুচ মিয়া, হারুন মিয়া ব্যাবসায়ী ফয়সল মিয়া, রুবেল আহমদ, ছুফিয়ান আহমদ, শানাজ মিয়া প্রমুখ।
Posted ৮:৫৪ অপরাহ্ণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.