
চৌধুরী আবু সাঈদ ফুয়াদ : | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়ায় করোনা মহামারীতে ভূমিহীন, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের জীবন থমকে গেছে। কাজ নেই, ঘরে খাবার নেই, শিশু সন্তান নিয়ে উপোস দিন কাটাচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে সেই হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়ালো সামাদ-ফওজিয়া ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারপারসন সাবরিনা সামাদ ফিরোজী তাঁর নিজ জন্মমাটি কুলাউড়ার ভিটেহারা দিনমজুর শতাধিক মানুষের ঘরে চাল, ডাল, আলু, তেল, সাবান পৌঁছে দিলেন। কুলাউড়ার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে ভূমিহীন হতদরিদ্র পরিবারের মাঝে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শিমুল আলী, সামাদ-ফওজিয়া ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী সাংবাদিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কুলাউড়া উপজেলা সমন্বয়কারী সারোয়ার আলম সিপন।
সামাদ-ফওজিয়া ফাউন্ডেশনের চেয়ারপারসন সাবরিনা সামাদ ফিরোজী বলেন, সকল দূর্যোগপুর্ন সময়ে আমাদের ফাউন্ডেশন সারাদেশের দরিদ্র মানুষের সান্নিধ্যে থেকে কাজ করে। করোনা মহামারীতেও আমরা কাজ করে যাচ্ছি।
Posted ১০:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.