
নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের দক্ষিনভাগ কৃষক সমবায় সমিতির ম্যানেজার উপজেলা বিআরডিবি ১ নং ব্লকের পরিচালক, ভাটেরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার মেয়ের বাড়ী থেকে ফেরার পথে ব্রাক্ষণবাজার-ভাটেরা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ইন্তাজ আলী গুরুতর আহত হন। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত ৪ সেপ্টেম্বর শনিবার রাত ১.৫০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মরহুমের জানাজার নামাজ ওই দিন বাদ যোহর ভাটেরা পাচঁগাঁও শাহী ইদগাহ মাঠে অনুষ্টিত হয়।
মৃত্যুকালে ২ ছেলে ৫ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কুলাউড়া কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির পরিচালক ইন্তাজ আলী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সবেদনা জানিয়েছেন বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, পরিচালক সোয়াব আলী, হারুন মিয়া, সৈয়দ সিদ্দিকুর রহমান, মিনারা বেগম,শাহমীর কৃষক সমবায় সমিতির ম্যানেজার মো. সাইফুর রহমান সিদ্দিকী, সাবেক পরিচালক রমজান আলী, কৌলা অ-প্রধান খাদ্যশস্য দলের ম্যানেজার আশরাফুল আলম জুয়েল।
Posted ১১:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.