
স্টাফ রিপোর্টার: | শনিবার, ১০ জুলাই ২০২১ | প্রিন্ট
কুলাউড়ায় সিএনজি মোটর সাইকেল সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
নিহত যুবক উপজেলার ভাটেরা ইউনিয়নের মাইজগাও গ্রামের সেলিম উদ্দিনের পুত্র মোসাইম আহমেদ সাইম (১৮)। সে ফেঞ্চুগঞ্জ বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, (১০ জুলাই) শনিবার বিকেল ৩ টার দিকে সাইম তার বাইক নিয়ে কুলাউড়া শহরের দিকে যাচ্ছিলো এসময় ব্রাহ্মনবাজার-ভাটেরা সড়কের কোনাগাঁও নামক স্থানে পৌছা মাত্র বিপরিত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সাথে মুখামুখি সংঘর্ষ ঘটলে মুমূর্ষু অবস্থায় সাইম কে স্থানীয় মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষানা করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কলেজ ছাত্রের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তরের প্রক্ষিয়া চলছে।
Posted ৫:৩৯ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.