
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ০৪ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
উৎসবমুখর পরিবেশে কুলাউড়ার বৃহৎ সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের চতুর্থ বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(০৪ নভেম্বর) শুক্রবার বিকেলে কুলাউড়া ডিগ্রি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনের সভাপতি খায়রুল কবির জাফরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সায়েম আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ করদাতা ও কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ¦ শফি আলম ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন, কুলাউড়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ,নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন,পৌর কাউন্সিলার ইকবাল আহমদ শামীম,কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সাপ্তাহিক সীমান্তের ডাকের চিফ রিপোর্টার এস আলম সুমন, প্রিয় কুলাউড়া ও ডেইলি বিডি মেইলের সম্পাদক সংগঠক একেএম জাবের, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক নাজমুল বারী সোহেল,শেড অব নেচারের উপজেলা শাখার সভাপতি সিরাজুল আলম জুবেল,তালামীযের আহ্বায়ক নুরুজ্জামান রাসেল, ব্যবসায়ী একেএম ফরহাদ হোসেন,শাহীদ আহমদ,মোঃ আলাউদ্দিন, আব্দুল হাদী, আব্দুর রহমান ও সোহেল রানা।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকাস্থ জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির সহ সভাপতি ও সোস্যাল কেয়ার অব নেশনের সিনিয়র সদস্য মেধাবী ছাত্রনেতা সাঈদ খান শাওন।
এছাড়া উপস্থিত ছিলেন,বৃহৎ সংগঠনটির সহ সভাপতি ছাত্রনেতা মোহাইমিনুল ইসলাম মাহিন,সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনিম সাজেদ,সহ সাংগঠনিক সম্পাদক নাঈদ খান নয়ন, প্রচার সম্পাদক আসিকুল ইসলাম বাবু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাহিদ আহমদ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম আরিফ,সিনিয়র সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল,সোহেল আহমদ,জামিল আহমদ চৌধুরী,আব্দুস সামাদ চৌধুরী,রনি আহমেদ এবং মোঃ ফয়সল আহমেদ প্রমূখ।
আলোচনা সভা শেষে উৎসবমূখর পরিবেশে উপস্থিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে চতুর্থ বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ।
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ৮:২২ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.