
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৩ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের ৬ষ্ঠ মেয়াদে ২০১৮-১৯ বর্ষের কমিটি গঠন করা হয়েছে।
সৈয়দ আনিসুল ইসলাম কে সভাপতি, আশিকুল ইসলাম বাবু কে সাধারণ সম্পাদক ও সালাউদ্দিন আল সালোক কে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
(১২ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদের হল রুমে কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সোস্যাল কেয়ার অব নেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আজিজুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুল ইসলামের পরিচালনায় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ হেমন্ত চন্দ্র পাল, শহীদুল ইসলাম তনয়, মোঃ আলাউদ্দিন আল আজাদ।
সোস্যাল কেয়ার অব নেশনের নব গঠিত কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ ফয়সল আহমেদ, সহ-সাংগঠনিক মোক্তার আহমেদ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক তাহমিদ খান শাওন, প্রচার সম্পাদক মেহেদি হাসান, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক ভাস্কর দে, আপ্যায়ন বিষয়ক সম্পাদক অলক চন্দ্র।
এছাড়াও কার্যকরী কমিটির সিনিয়র সদস্যবৃন্দ হলেন- সাঈদ খান শাওন, আজিজুল ইসলাম উজ্জ্বল, জামিল আহমেদ চৌধুরী, সোহেল আহমদ, খায়রুল কবির জাফর, মোহাইমিনুল ইসলাম মাহিন, সফি আহমেদ, রাফে আবু রাযিন, ওবায়েদুল ইসলাম রাবি, এনায়েত মাহমুদ মাহি, ফযলে রাব্বি চৌধুরী, আবু রোম্মান চৌধুরী, রনি আহমদ, আব্দুস সামাদ চৌধুরী, ছায়েম আহমদ, সৈয়দ আজিজুল ইসলাম, আমিন জাহান, শফিকুল ইসলাম আরিফ, নাঈদ খান নয়ন, আব্দুল মুনিম সাজেদ ও নাহিদ আহমদ।
সদস্যবৃন্দ হলেন জাহিদ হাসান শিবলু, নাহিম খান, মাজহারুল ইসলাম খান টিপু, সৈয়দ আবির হোসেইন, সৈয়দ সামসুল ইসলাম, মোঃ মাসুদ, সাঈদ আহমদ ও খালেদুর রহমান তানজুল প্রমুখ।
সভা শেষে নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আগামী এক বছরের জন্য সংগঠনের সকল দায়িত্ব অর্পণ করা হয়।
Posted ৯:০৭ অপরাহ্ণ | শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.