
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ায় সিংগুর পুঞ্জির প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২৬ মার্চ) সোমবার দুপুরে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে আলোচনা সভায় পুঞ্জি প্রধান বিনেত বানার সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক ববিতা ডিওর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোঃ মোক্তাদির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক একেএম জাবের ।
বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি দ্রিকশন মানার,সদস্য ইন লামাওে,গীর্জা প্রধান সানবর দিখার,বসুওয়েল সুরং প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
উল্লেখ্য,দিনের প্রথম পহরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান,খেলাধুলা ও আয়োজন করা হয়।
Posted ১:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.