
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা রাউৎগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার সৈয়দ আব্বাছ আলীর সহধর্মিণী মোছা: পেয়ারা বেগম (৫০)।
১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে সময় ঢাকা হার্ড ফাউন্ডেশনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্বামী ও দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
মারহুমার জানাযার নামাজ শুক্রবার রাত ৮টায় কবিরাজী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পরিচালনা করেন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মুফতি আহসান উদ্দিন। জানাযার নামাজ শেষে কবিরাজী কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য সাপ্তাহিক মানব ঠিকানা পাঠক ফোরামের সাবেক সভাপতি দুবাই প্রবাসী সৈয়দ আসাদুজ্জামানের মাতা।
এম এম শাহীনের শোক প্রকাশ:
আব্বাছ আলীর সহধর্মিণী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। এক শোক বার্তায় তিনি মরহুমার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন: রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এম জামান মতিন,কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু,ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম,রাজনীতিবিদ রাজানুর রহিম ইফতেখার,ইউপি সদস্য আনু মিয়া,সাবেক ইউপি সদস্য হেলাল আহমদ,রাউৎগাঁও ইউনিয়ন আল ইসলাহর সভাপতি সৈয়দ কাজী লিয়াকত আলী,পাল গ্রাম সন্নত কুসুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উস্তার মিয়া,ব্যবসায়ী আতিকুর রহমান আনু,কবিরাজি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ হোসেন ভূইয়া,সাংবাদিক সেলিম আহমেদ,কবিরাজী জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান,বাবনিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মকবুল হোসেন,ব্যবসায়ী কয়েছ আহমদ,রুহুল আমিন,সামছুল ইসলাম কনা,সৈয়দ রাসেল আহমদ,তারেক মাসুদ প্রমুখ।
Posted ৯:২৯ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.