
কুলাউড়া সংবাদদাতা :: | শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সিপার আহমদ স্মরণে রৌপ্যকাপ এন্ড কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
(০২ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাগর জুটি মনসুরকে ৩-২ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জয়যাত্রা স্পোর্টিং ক্লাব।
কুলাউড়া উপজেলার মনসুর এলাকায় অবস্থিত আশরাফিয়া মাদ্রাসা মাঠে ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান, মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি এম এম শাহীন।
বিশিষ্ট মুরব্বি সাতির বখসের সভাপতিত্বে ও ক্রীড়াসংগঠক এবং প্রবাসী সাঈদ হাসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ তোফজ্জল হোসেন, কুলাউড়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাবেক সভাপতি আহবাব হোসেন খাঁন বাপ্পি, সাবেক সভাপতি আব্দুল মুহিত বাবলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, যুবনেতা রায়হান আহমদ, ক্রীড়া সংগঠক ফয়েজ আহমদ, ছাত্র নেতা শামীম আহমদসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা।
বিপুল সংখ্যক দর্শক জমজমাট এ ফাইনাল খেলাটি উপভোগ করেন ।
Posted ১২:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২
সংবাদমেইল | Nazmul Islam
.
.