স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৮ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
কুলাউড়া পৌর শহরের মাগুরাস্থ বাসিন্দা স্থানীয় সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার বার্তা সম্পাদক এস আলম সুমনের বাসার পিছনের গেইটে ভেঙ্গে ঘরে প্রবেশ করে চুরি সংঘটিত হয়েছে।
এঘটনায় ঘরের আলমারি ভেঙ্গে প্রায় সাড়ে ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে ৪ হাজার টাকা, ও জরুরী কিছু কাগজ পত্র চুরি হয়েছে বলে তিনি জানান।
(৭ নভেম্বর) বুধবার রাত ১০টার দিকে বাসায় প্রবেশ করে তিনি চুরির আলামত দেখতে পান। তিনি কুলাউড়া থানায় অভিযোগ দিবেন বলে নিশ্চিত করেন।
সাংবাদিক এস আলম সুমন জানান, আমার মা আমেরিকায় থাকেন। আমার বাসায় কেউ ছিলো না। আমি কর্মস্থল থেকে রাত ৯ টা থেকে ১০টার দিকে বাসায় প্রবেশ করে চুরির আলামত লক্ষ্য করি। তাৎক্ষনিক থানায় যোগাযোগ করেছি। কুলাউড়া থানার এসআই মো. সানাউল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, ধারনা করছি এটা একটা পরিকল্পিত চুরি। এর সাথে স্থানীয় কিছু মাদকাসক্ত যুবক জড়িত থাকতে পারে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা বলেন, উনি এখনো কোন লিখিত অভিযোগ দেন নাই, দিলে আমরা ব্যবস্থা নিবো।
Posted ৬:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ নভেম্বর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.