
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের বিদায়ী সিনিয়র সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকার কুলাউড়ার কর্মরত সাংবাদিকদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
(২১ ডিসেম্বর) বুধবার সন্ধ্যায় কুলাউড়া থানা প্রাঙ্গনে এ বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠানে কুলাউড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা (পিপিএম) এর সভাপতিত্বে ও (তদন্ত) ওসি বিনয় ভূষন রায়ের পরিচালনায় বিদায়ী সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েদ আলম সরকার তার বক্তব্যে বলেন, গত আড়াই বছরে তিনি কুলাউড়া সার্কেলের পুলিশ সুপারের দ্বায়িত্ব পালন করেন। দ্বায়িত্ব পালন কালে আপনাদের সার্বিক সহযোগিতার জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা আমাকে বিশ্বাস করেছেন এবং আমার উপর আস্থা রেখেছেন। আমার সকল ভাল উদ্যোগে আপনারা এগিয়ে এসেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনাদের প্রতি রইলো আমার গভীর কৃতজ্ঞতা।
কুল্উাড়াকে আমি মনে রাখবো। পাশাপাশি কুলাউড়ার গণমাধ্যম কর্মীরা অন্য অঞ্চলের চেয়ে অনেক ভালো উল্লেখ করে তিনি আরো বলেন,যেখানেই যাই যতদিন বেঁচে থাকবো কুলাউড়ার সাংবাদিকদের মনে রাখব।
সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি সুশীল সেন গুপ্ত।
এসময় উপস্থিত ছিলেন,জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সংলাপের সম্পাদক সিপার উদ্দিন আহমদ,যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাধির হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সহ সভাপতি আলাউদ্দিন কবির,সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, কোষাধ্যক্ষ শাহ আলম শামীম,তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুল হাসান সিপন, সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, দৈনিক মানবকন্ঠের কুলাউড়া প্রতিনিধি সেলিম আহমেদ,সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্ছু, অনলাইন প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের,বাংলাদেশ টুডের কুলাউড়া প্রতিনিধি শাকির আহমেদ, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার রিপোর্টার ইউসুফ আহমদ ইমন,সীমান্তের ডাকের রাউৎগাঁও প্রতিনিধি সৈয়দ হাসনাত সৈকত প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, এস আই সঞ্জয় চক্রবর্তী, দিদার উল্লাহ, কানাই লাল চক্রবর্তী, শামিম আহমেদ, আনোয়ার হোসেন, হারুনুর রশীদ, মোঃ ছানাউল্লাহ, জহিরুল ইসলাম, মাসুদ করিম,মাসুদ আলম, আবুল বাশার, রাজীব দেব, এএসআই ইয়াসিন মিয়া,হোসাইন আহমেদ,তোলা মিয়াসহ থানার কর্মরত স্টাফবৃন্দরা।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মোঃ মইন উদ্দিন।
উল্লেখ্য,জুনায়েদ আলম সরকারের নতুন কর্মস্থল ডিএমপিতে (সহকারী কমিশনার) সেখানে যাতে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে পারেন। সে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
সংবাদমেইল২৪.কম/ইএ/এনএস
Posted ১০:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.