
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১৩ আগস্ট ২০১৮ | প্রিন্ট
দেশব্যাপি সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে কুলাউড়ায় সাংবাদিকরা প্রতীকী অনশন করেছেন।
১৩ আগষ্ট সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের উদ্যোগে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে ২ঘন্টা এ প্রতীকী অনশন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়ির সহ-সভাপতি ময়নুল হক পবন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাবেক সভাপতি প্রভাষক মনজুরুল হক, সভাপতি মোক্তাদির হোসেন, সাপ্তাহিক অর্থকালের সহ সম্পাদক আতিকুর রহমান আখই, সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন কবির, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, কোষাধ্যক্ষ আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক, নির্বাহী সদস্য শহীদুল ইসলাম তনয়, শাহ আলম শামীম, এস আলম সুমন, শাকির আহমদ, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি আব্দুল আহাদ, সংগঠনের সদস্য হাসান আল মাহমুদ রাজু, মোহাইমিন ইসলাম মাহিন, সংবাদ মেইল রিপোর্টার সাইদুল হাসান, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম জুয়েল প্রমূখ।
এসময় সাংবাদিকরা দেশব্যাপী কর্মরত সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতন কারীদের চিহ্নীত করে আইনের আওয়াতায় এনে শাস্তির জোর দাবী জানান।
Posted ২:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ আগস্ট ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.