স্টাফ রিপোর্টার।সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
কুলাউড়ায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ৪৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে (০৫ নভেম্বর) শনিবার সকালে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ কার্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা জনমিলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার ছালিক আহমদের সভাপতিত্বে ও উপজেলা সহকারী সমবায় অফিসার জালাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম,উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ফজলুল হক ফজলু,উপজেলা জাসদের সভাপতি ময়নুল ইসলাম শামীম,সাংবাদিক খালেদ পাভেজ বখ্স, পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহানারা পারভীন।
এছাড়াও বক্তব্য রাখেন নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুহেল আহমদ,ছাত্রলীগ নেতা জালাল সিদ্দিকী লিমন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সমবায় সমিতির প্রতিনিধিরা।
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ১২:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.